চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরো ৫৯ নেতাকর্মী গ্রেফতার
নিউজ ডেস্ক
সত্যবাণী
চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় ‘অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী ও পরিকল্পনা’র অভিযোগে দুই দিনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার সিএমপির গণসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।এক বিবৃতিতে সিএমপি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার অভিযোগে গত ২৪ ঘণ্টায় পুলিশ বিশেষ অভিযানে ১৯ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে রয়েছে- কোতোয়ালী থানার তরিকুল ইসলাম ও সেকান্দর হোসেন মিয়া, খুলশী থানার আবু ফয়সাল, বাকলিয়া থানার মধুসদন দত্ত, চান্দগাঁও থানার শওকত হোসেন বাবুল ও মফিজুর রহমান চৌধুরী, চকবাজার থানার নূর হোসেন, বায়েজিদ বোস্তামী থানার ইমন, পাঁচলাইশ থানার আবু হানিফ ও শুক্কুর আলী বাবু, ইপিজেড থানার পান্না শেখ, আনিসুর রহমান ও আলাউদ্দিন, বন্দর থানার মুরাদ, আকবর শাহ থানার রবিন দাশ, পতেঙ্গা থানার মোহাম্মদ রাহাদ, কর্ণফুলী থানার শওকত হোসেন বাবু ও ইশরাত আশরাফি অপি এবং হালিশহর থানার ফয়সাল আহমেদ ওরফে মানিক।
এর আগের ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০ জনের মধ্যে রয়েছে- নগরীর কোতোয়ালী থানায় ৭ জন, পাঁচলাইশ থানায় দুজন, চকবাজার থানায় একজন, বায়েজিদ বোস্তামি থানায় ৪ জন, আকবরশাহ থানায় ৪ জন, সদরঘাট থানায় একজন, হালিশহর থানায় ৩ জন, খুলশী থানায় দুজন, ইপিজেড থানায় দুজন, ডবলমুরিং থানায় এক শিশুসহ ৪ জন, পতেঙ্গা থানায় একজন।সিএমপির ডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত দুই দিনে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।