চিকিৎসককে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ১০
নিউজ ডেস্ক
সত্যবাণী
দিনাজপুর: দিনাজপুরের হিলিতে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসককে মারধরের ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুনসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার ( ১ আগস্ট) দুপুরে জেলা সিভিল র্সাজন ড. মো.আসিফ ফৈরদৌস দিক নির্দেশনায় ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম এর উপস্থিতিতে ভুক্তভোগী ডা.মশিউর রহমান বাদী হয়ে ১৩ জনের নামে থানায় মামলা নং ০১ দায়ের করেন। মামলা দায়েরের ১ ঘণ্টার মধ্যে হাকিমপুর থানা ও ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন,পৌর শহরের মধ্যবাসুদেবপুর গ্রামের ওমর ফারুক(৪৫) ও তার স্ত্রী সুখি খাতুন(৩০),চন্ডিপুর এলাকার আল মামুন(৩৫),দক্ষিণবাসুদেবপুর এলাকার আমিরুল ইসলাম কদম(৪০),মধ্যবাসুদেবপুর এলাকার খোকন মন্ডল(৩৮),একই এলাকার শাওন(৩০),চন্ডিপুর এলাকার সাদ্দাম হোসেন(৩৬),ওয়াদুদ হোসেন(৩৬),আলতাব হোসেন রাজা(৪৫),ও আহসান হাবিবকে (৩৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গির আলম।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই হাকিমপুর হাসপাতালের চিকিৎসক ডা. মশিউর রহমান সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন। এসময় আসামি ফারুক ও তার স্ত্রী সুখি দীর্ঘ ১০-১২ দিন যাবৎ চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ায় রিলিজ নেওয়ার কথা বলে ডাক্তার। এবিষয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরে মামুনসহ ১০-১২ জন মিলে জরুরি বিভাগে ডাক্তার মারধর করে এবং এক পর্যায়ে তার মোবাইল কেড়ে নেয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় তিনি একটি মামলা দায়ের করেন।হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও সার্কেল এএসপি অনম নিয়ামত উল্লাহর পরামর্শে চিকিৎসককে মারপিটের ঘটনায় ভুক্তভোগী ডাক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে থানা ও ডিবি পুলিশের চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ১০ জন আসামিকে গ্রেফতার করে ডিবি পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।