ছাতকে ব্রিজ একাডেমি’তে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জস্থ্য ইংরেজি মাধ্যমের স্কুল এন্ড কলেজ ব্রিজ একাডেমি’তে একুশে ফেব্রুয়ারী, মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটির শুরুতে প্রতীকি শহীদমিনারে শ্রদ্ধাঅঞ্জলী অর্পন করেন একাডেমির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এছাড়াও কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে বাংলা হস্তাক্ষর প্রতিযোগীতা অনুষ্টিত হয়। এ উপলক্ষে একাডেমি’র হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও শিক্ষিকা সুমিতা দাস এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমির পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আসকর আলী, বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব শামীম আহমদ তালুকদার, একাডেমির শিক্ষিকা ফাহমিদা আমান ঝুমা।

সভায় বক্তারা বলেন, আজ রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙ্গালী জাতির ঐতিহ্য ও গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে শহীদদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা। তাই আজ লাখো বাঙালি সবটুকু আবেগ ঢেলে দিয়ে স্মরণ করছে। তিনি আরো বলেন ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পল্টন ময়দানে পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন, ‘উর্দুই হবে পাকিস্তাানের একমাত্র রাষ্ট্রভাষা। মায়ের ভাষা বাংলাকে কেড়ে নেয়ার প্রতিবাদে ফুঁসে ওঠে পূর্ব বাংলার ছাত্র-জনতা। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলা দাবীতে ১৪৪ রাধা ভঙ্গ করে রাজ পথে নেমে আসে বাংলার ধামাল ছেলেরা। পুলিশের বুলেটের আঘাতে প্রাণ বির্সজন দেন সালাম, জব্বার, বরকত, রফিক, সফিকসহ নাম না জানা আরো অনেক বাঙ্গালী। বাহান্নর মহান ভাষা আন্দোলন। রক্তে রাঙানোর ঐতিহাসিক দিনটি বাঙালি জাতি কোনো দিনই ভুলতে পারবে না।মাতৃভাষার জন্য বাঙালির আত্মদানের এই অনন্য ঘটনা স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রেও। ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আজ বাঙালির সঙ্গে সারা বিশ্বেই দিনটি পালিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন একাডেমির পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আসকর আলী।

You might also like