ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতার দাফন সম্পন্ন

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ করোনা আক্রান্ত ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হক সাহেবের জানাযা ও দাপন সম্পন্ন করলো ছাতক উপজেলা ছাত্রলীগ ও করোনা মোকাবিলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক গঠিত জাউয়া বাজার ইউনিয়ন সেচ্ছাসেবক টিম এবং সুনামগঞ্জ তাকওয়া ফাউন্ডেশন’র নেতৃবৃন্দ।সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা পুলিশ প্রশাসন এর পক্ষথেকে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম ও এএসআই আব্দুল মান্নান’র নেতৃত্বে পুলিশ প্রশাসন এর টিম ছিলো।
করোনায় আক্রান্ত হলে আব্দুল হক সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।সোমবার ১টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়।হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনিক কাজকর্ম সম্পন্ন করে আব্দুল হক’র লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন।

লাশ গ্রামের বাড়িতে আসার পর তার মৃত্যু সংবাদ পেয়ে ছাতক উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম আহবায়ক মোস্তাক আহমদ পীর যুগ্ম আহবায়ক রিয়াজ আহমদ সিনিয়র সদস্য স্বপন দাশ, রায়হান আহমদ এবং করোনা মোকাবিলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক গঠিত জাউয়া বাজার ইউনিয়ন সেচ্ছাসেবক টিম এর সদস্য জহিরুল ইসলাম শাওন, কামরুল আহমদ, ফয়েজ উদ্দিন,আলী জুমন,আজহার উদ্দিন, রকিব আলী, এম এইচ সোহেল এবং  তাকওয়া ফাউন্ডেশন সুনামগঞ্জ থেকে হাফিজ মাওঃ ত্বোহা হোসাইন’র নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ঠ একটি স্বেচ্ছাসেবকদল সেখানে উপস্হিত হন।আ’লীগ নেতা আব্দুল হক’র জানাযার নামাজ সম্পন্ন হয়।স্বল্প পরিসরে ২০-২৫ জন লোকের

উপস্হিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।নিহত আব্দুল হক’র স্বজন মাওঃ জিয়াউল হক জানাযার নামাজে ইমামতি করেন।পরে ছাতক উপজেলা ছাত্রলীগ, তাকওয়া ফাউন্ডেশন সুনামগঞ্জ’র নেতৃ্বৃন্দ,স্বেচ্ছাসেবক টিম,পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধির উপস্হিতিতে তাকে পারিবারিক কবরস্হানে সমাহিত করা হয়।পুলিশ ও স্বেচ্ছাসেবক টিম মাইকিং করে জনসমাগম থেকে বিরত থাকার ব্যবস্হা করেন।

You might also like