ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল চৌধুরী’র ঈদুল ফিতরের শুভেচ্ছা

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বলেছেন,করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর একটা পদক্ষেপ হিসাবে সামাজিক দূরত্ব বজায় রাখা পরামর্শ দেয়া হয়েছে।করোনা সংক্রমন প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই।প্রশাসন ও পুলিশ করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরো বলেন,তার পরও অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ কেঊ হাট-বাজারে এসে অযতা গল্প করছেন বা আডডা দিচ্ছেন।তা কোন ভাবেই কাম্য হতে পারেনা।তিনি আরো বলেন, আমি সচতেন থাকলে নিজেকে রক্ষা করার পাশাÑপাশি পরিবার ও সমাজকে রক্ষা করতে পারবো। আমি ব্যক্তি উদ্যোগে তালিকা করে উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে শাক-সবজি বিতরন করেছি। কিন্ত অনেক ক্ষেত্রে দেখা গেছে স্কুল কলেজের মাঠে দল বেধে খাদ্যসামগ্রী বিতরনের নামে ফটো সেশন করা হচ্ছে। এটা উচিৎ নয়। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যদি ১৬ থেকে ১৮ টা ঘন্টা কাজ করতে পারেন আমারা কেন পারবোনা।এই কঠিন পরিস্থিতিতে সরকারকে সহযোগীতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহবান জানান তিনি।

ঈদ আমাদের ন্যায়,সাম্য ঐক্য,ভ্রাতৃত্ব,দয়া,মানবতা,সহানুভূতি ও মহামিলনের শিক্ষা দেয়।অন্যায়,অবিচার,ঘৃণা,বিদ্বেষ, হিংসা ও হানাহানি থেকে বিরত থাকতে বলে। মুলত ঈদ ঈদ যে আনন্দের বহে আনে তার মর্মমুলে রয়েছে শান্তি ও ভালবাসা।তিনি আরো বলেন এবারের ইদুল ফিতর আমাদের ভিন্ন ভাবে পালন করতে হবে। করোনা ভাইরাস মহামারি সারা বিশ্বের ন্যায় আমাদের প্রিয় বাংলাদেশে আঘাত করেছে। অনেক প্রাণহানী ঘটেছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় দুরদর্শী নেতৃত্ব সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।অলিউর রহমান চৌধুরী বকুল ঈদুল ফিতর উপলক্ষে সকলের সকলের ষুখ শান্তি,নিরাপত্বা ও স্থিতি কামানা করেন।ছাতক উপজেলাবাসীসহ সবাইকে ’ঈদ মোবারক’ ও পবিচত্র ঈদুল ফিতরের অনাবিল শুভেচ্ছা জানান।

You might also like