ছাতক-দোয়ারা সুরমা যুব পরিষদ ইউকে’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ ছাতক-দোয়ারা সুরমা যুব পরিষদ ইউকে’র উদ্যোগে করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।আজ শুক্রবার সুনামগঞ্জের ছাতক উপজেলার ধারন বাজারে কাকুরা, সেওতরপাড়া, নাদামপুর, হলিরগাঁও, ধারনসহ প্রায় দশটি গ্রামের শতাধিক পরিবারের মধ্যে চাল, ঢাল, তৈল, পিঁয়াজ, আলসহু খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

ত্রান বিতরন কার্যক্রমের আনুষ্টানিক উদ্ধোধন করেন ছাতক-দোয়ারা সুরমা যুব পরিষদ ইউকে’র সাবেক সভাপতি ফজরুল হক এনাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেটস্থ্য ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন , ধারন বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাক নজরুল ইসলাম সুন্দর আলী, সাবেক ইউপি সদস্য আছকির আলী, ছাতক-দোয়ারা সুরমা যুব পরিষদ ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি মাওলানা আখতার আহমদ, সিলেট জেলা বার’র সদস্য অ্যাভোকেট সাহাবউদ্দিন , সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ, সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, ছোরাব আলী, কবির আহমদ, সাবেক ইউপি সদস্য আবু বক্কর, সাবেক ছাত্রনেতা ময়নুল হোসেন , বি এইচ হেলাল, সাবেক ছাত্রনেতা হিরণ মিয়া, আজিজুল হক জাহাঙ্গীর, আবু সুফিয়ান, জুনেদুর রহমান প্রমুখ।

এর আগে সংগঠনের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ, দোলাবাজার প্রায় ২ শাতাধিক ও (আজ) শুক্রবার বিকেলে ছাতক পৌরসভার শতাধিক পরিবারসহ মোট ৪ শাতধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।ছাতক-দোয়ারা সুরমা যুব পরিষদ ইউকে’র সাবেক সভাপতি ফজরুল হক এনাম বলেন, আমরাই যুবসমাজের প্রতিনিধি এই
মন্ত্রে উজ্জিবিত ও প্রতিষ্ঠিত সংগঠন ছাতক-দোয়ারা সুরমা যুব পরিষদ ইউকে। প্রবাসে থেকেও দেশ ও দেশের মানুষের প্রতি আমাদেও ভালবাসার বহি:প্রকাশ।করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে কষ্টে অর্জিত অর্থ দিয়ে অসহায়দের পাশে দাঁড়াতে যারা সহযোগীতা করেছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সরকারী নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন ফজরুল হক এনাম।

You might also like