জরিমানা গুনতে হচ্ছে ৯০ প্রতিষ্ঠানকে
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকা: আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং স্যালাইনের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে দেশের বিভিন্ন বাজারের ৯০টি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে সরকারি এই তদারকি সংস্থাটি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) অধিদপ্তরটির ৪১টি টিম সারাদেশের ৫৩টি বাজারে অভিযান পরিচালনা করে এই জরিমানা করে।
এরমধ্যে, রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেট, মিরপুর-১ বাজার, কারওয়ান বাজার, শান্তিনগর বাজার, মালিবাগ কাঁচা বাজার, যাত্রাবাড়ী ও কুতুবখালী বাজার এলাকায় ৩টি টিম অভিযান পরিচালনা করে।
এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৩৯টি জেলায় ৩৮টি টিম একযোগে এ অভিযান চালায়।
ভোক্তা অধিকার রক্ষায় এই কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।