জাতির পিতার ভাস্কর্যে বিলেতের কবিদের পুষ্পস্তবক ও স্বরচিত কবিতা পাঠ

সৈয়দ হিলাল সাইফ
সত্যবাণী

লন্ডনঃ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যে বিলেতের কবিদের পুষ্পস্তবক ও স্বরচিত কবিতা পাঠ ও আলোচনার একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে ‘কবিতা পরিষদ’।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট কালোরাতে খুনিদের হাতে নিহত সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে
পুষ্পস্তবক আর্পণ ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত এবং উদ্ভাসিত বিলেতে বাঙালির প্রধান কবি, শামীম আজাদ সহ বিপুল সংখ্যক লেখক ও কবিরা সেখানে সরব উপস্থিত ছিলেন।কবি শামীম আজাদ কবিতা পাঠ শেষে বঙ্গবন্ধুপুত্র শেখ কামালকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন।কবিতা পরিষদের কর্ণধার কবি ‘ইকবাল হোসেন বুলবুল’ পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং কবিতা পরিষদের সৌজন্যে তার সম্পাদনায় প্রকাশিত ‘অদ্বৈত বঙ্গবন্ধু’ গ্রন্থটি সবার হাতে তুলেদেন।
স্বরচিত কবিতা পাঠ ও আলোচনায় আরো যারা অংশ গ্রহণ করেন,কবি ফারুক আহমদ রনি,কবি মিল্টন রহমান,কবি মাশুক ইবনে আনিস,ছড়াকার দিলু নাসের,কবি শাহ শামীম আহমদ, বাঁচিক শিল্পী স্মৃতি আজাদ,লেখক গোলাম কবির,কবি,কে এম আবদুল্লাহ, কবি,মোসাইদ খান, কবি,জামিল সুলতান,সরোয়ার হোসেন,কবি উদয় শংকর দুর্জয় ও ছড়াকার, সৈয়দ হিলাল সাইফ। সিডনি স্ট্রীটে বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতিষ্ঠাতা বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব জনাব আাফসার খান অনুষ্ঠানটি সফল করতে বিশেষ সহযোগিতা করেন।

You might also like