জাতীয় সংসদ নির্বাচনে ইসির প্রতীক তালিকায় যুক্ত হচ্ছে ‘শাপলা’ ও ‘দাঁড়িপাল্লা’

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ এবং ‘শাপলা’ প্রতীক হিসাবে অন্তর্ভুক্ত করে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করতে যাচ্ছে ইলেকশন কমিশন (ইসি)।এতে ইসির সংরক্ষিত প্রতীকের সংখ্যা ১১৫টি করার প্রস্তাব তুলেছে নির্বাচন কমিশন সচিবালয়। ওই প্রস্তাব অনুমোদন হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক পাওয়ার পথ খুলবে। আর দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত হলে তা পাবে জামায়াতে ইসলামী বাংলাদেশ।ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।তবে বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করতে রাজি নন ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে রোববার আবেদন করে জাতীয় নাগরিক পার্টি।দলটি তিনটি প্রতীক-শাপলা, কলম ও মোবাইল ফোন চেয়েছে।এর মধ্যে প্রথম পছন্দ হিসাবে আছে শাপলা।তবে জাতীয় ফুল শাপলা হওয়ায় ওই প্রতীক কোনো রাজনৈতিক দল পেতে পারে কী না-তা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে প্রতীকটি ইসির সংরক্ষিত তালিকায় অন্তর্ভুক্ত করতে যাচ্ছে কমিশন। ওই প্রতীক ইসির তালিকায় থাকলে এবং এনসিপি নিবন্ধনে শর্ত পূরণ করলে দলীয় প্রতীক হিসাবে শাপলা পাবে।

সূত্র আরও জানিয়েছে,দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচন পরিচালনা বিধিমালার তালিকায় না থাকায় জামায়াতে ইসলামী এখনও নিবন্ধন পায়নি।গতকাল পর্যন্ত দলটির নিবন্ধন সনদ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।একাধিক কর্মকর্তা জানান,আচরণ বিধিমালায় সংশোধন হওয়ার পর দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।তারা আরও জানান, প্রতীক ছাড়াই দলটিকে নিবন্ধন দিতে পারে ইসি। কিন্তু জামায়াতে ইসলামীর নেতারা প্রতীকসহ একবারে দলের নিবন্ধন চান।

উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ৪ জুন জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।ওইদিন কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, অতিসত্বর জামায়াতে ইসলামী তাদের নিবন্ধন ফেরত পাবে,সে ব্যবস্থা ইসি গ্রহণ করছে।তবে দলীয় প্রতীকের ক্ষেত্রে একটি দাপ্তরিক প্রক্রিয়া আছে, এ জন্য একটু সময় লাগবে।তিনি জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১০০টি প্রতীক সংরক্ষণ করার কথা জানান।কমিশন সূত্র বলছে, নতুন রাজনৈতিক দলগুলোর আবেদন এবং স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বিবেচনায় জাতীয় সংসদ নির্বাচনে ১১৫টি প্রতীক সংরক্ষণ করার প্রস্তাব তুলেছে ইসি সচিবালয়।এতে স্থানীয় সরকার নির্বাচনের অনেক প্রতীক জাতীয় সংসদ নির্বাচনে আনা হয়েছে।একই তফশিলে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক রাখার প্রস্তাব করা হয়েছে।বর্তমানে রাজনৈতিক দলগুলোর জন্য ৪৪টি ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ২৫টি প্রতীক সংরক্ষিত আছে।

You might also like