টাওয়ার হ্যামলেটস সেমেট্রি পার্ক সামার ফেয়ার
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ টাওয়ার হ্যামলেটস সেমেট্রি পার্ক সামার ফেয়ার আগামী ১২ জুলাই, শনিবার অনুষ্ঠিত হবে। ফ্রেন্ডস অব টাওয়ার হ্যামলেটস সেমিট্রি পার্ক এর উদ্যোগে আয়োজিত সবার জন্য ফ্রি এই বার্ষিক মেলাটি দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ই৩ এলাকার সাউদার্ন গ্রুভ প্রবেশমুখে অনুষ্ঠিত হবে।এখানে ফেস পেইন্টিং, ওয়ার্কশপ,বিনোদনমূলক অনুষ্ঠান,সুস্বাদু খাবার ও পানীয়, তথ্যবহুল বা ইনফরমেটিভ ট্যুরসহ নানা ধরনের স্টল থাকবে।দিনব্যাপি এই মেলায় আসলে জানতে পারবেন কিভাবে টাওয়ার হ্যামলেটস সেমিট্রি পার্ক বন্ধুরা কাজ করে। নিচের ওয়েব সাইটে এ বিষয়ে আরো তথ্য পাবেন।