ট্রাম্পের হুমকির পর খামেনির বার্তা, ‘যুদ্ধ শুরু হলো’

নিউজ ডেস্ক
সত্যবাণী

ইরান: চলমান ইরান-ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক হুঁশিয়ারিমূলক বার্তা।মঙ্গলবার (১৭ জুন) রাতে খামেনি এক্সে (সাবেক টুইটার) লেখেন,মর্যাদাপূর্ণ হায়দারের নামে,যুদ্ধ শুরু হলো।ইমাম আলীর আরেক নাম ‘হায়দার’— তিনি ইসলামের চতুর্থ খলিফা এবং শিয়া মুসলমানদের কাছে বিশেষভাবে সম্মানিত।এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন।তবে এখনই তাকে ‘হত্যা’ করা হবে না বলেও তিনি যোগ করেন।দুই দেশের মধ্যে সংঘাত তো শুক্রবার সকাল থেকেই চলছে।তাই ইরানের নেতার এই মন্তব্যের অর্থ কী—তা স্পষ্ট নয়।এটি আরও তীব্র ইরানি হামলার ইঙ্গিত দিচ্ছে কি না,সেটিও এখনও পরিষ্কার নয়।মঙ্গলবার রাতে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। এতে দেশটির বিভিন্ন স্থানে সাইরেন বাজতে শুরু করে।

You might also like