ডিবির অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের ছয়জন গ্রেফতার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের আরও ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।আজ বুধবার ও গতকাল মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃতরা হলো- মেহেরপুর বুড়িপোতা ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজামান (৫০), মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড শাখা শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল ওরফে মোল্লা রুবেল (৪৫), নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলী আকবর মেম্বার (৭৭), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আব্দুল আলিম বেপারী (৫৪), ৫ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগ নেতা শাহাবুদ্দিন আহম্মেদ শুভ (৩৮) ও নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আনছারুল করিম (৩০)।গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

You might also like