তসলিমা নাসরিনের বই রাখায় অমর একুশে বইমেলায় স্টল ভাঙচুর

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ একুশে বইমেলায় ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই রাখা ও বিক্রির অভিযোগে ‘সব্যসাচী’ নামে একটি স্টলে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধরা।সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. দেলোয়ার হোসেন।তিনি জানান, বইমেলায় তসলিমা নাসরিনের বই বিক্রির অভিযোগে কিছু লোকজনের একটি স্টলে ভাঙচুর করার সংবাদ পাওয়া যায়। সন্ধ্যার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে মেলায়।ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন বলেও জানান পরিদর্শক দেলোয়ার।

You might also like