পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ একদল চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থী সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ মোড় ‘ব্লকেড’ করেছেন।এতে রাজধানীর ব্যস্ততম এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।আজ শুক্রবার (৪ জুলাই) বিকালে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় ‘ব্লকেড’ করেন।এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার, ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথসহ নানা স্লোগান দেন।আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, পিএসসির সংস্কার আসলে বিশাল একটি সংস্কার।৪৪তম,৪৫তম,৪৬তম বিসিএসের প্রশ্নফাঁসের কথা পুরো দেশবাসী জানলেও তার কার্যত কোনো সমাধান সরকার করতে পারেনি,যা সরকারের দুর্বলতা। ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে যাদের দ্বারা প্রশ্নফাঁস হয়েছে তাদের এখনো বিচার না হওয়ার মানে সেই গোষ্ঠীটি এখনো শক্তিশালী।আন্দোলনরত আরেক শিক্ষার্থী বলেন,আপনারা জানেন ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন অবৈধ।অনুরূপভাবে ৪৪তম বিসিএসের ফলাফল রাত ১১টা ৪৫ মিনিটে অবৈধভাবে ঘোষণা করা হয়েছে। যেটা শিক্ষার্থীরা প্রত্যাখান করেছে।শিক্ষার্থীদের দাবি পিএসসি সংস্কার এবং ৪৪তম বিসিএসের ফলাফল পুনর্মূল্যায়ন।এছাড়া ফলাফলের সঙ্গে প্রিলি, রিটেন ও ভাইবার নম্বর প্রকাশ করতে হবে।

You might also like