প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করতে বাংলাদেশ সেনাবাহিনী,বিমানবাহিনী ও নৌ বাহিনীর প্রধান যমুনায় গেছেন বলে জানা গেছে।শনিবার (১ নভেম্বর) দেশের একটি গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বিষয় নিশ্চিত করেছে।সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আজ সন্ধ্যা সাড়ে সাতটায় যমুনায় ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।আরেক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিন বাহিনীর প্রধানরা নিজেদের আগ্রহে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন। এটি প্রধান উপদেষ্টার কল অন নয়। সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের বেশ আগে থেকে একটি বৈঠকের সিডিউল ঠিক করা ছিল। সেখানে আগামী নির্বাচনে সামরিক বাহিনীর সদস্যদের ডিপ্লয়মেন্ট (মোতায়েন) নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।তবে আজকের মিটিং কি বিষয়ে এবং কি আলোচনা হবে,সে সম্পর্কে তার কোন ধারণা নেই বলে জানান ওই কর্মকর্তা।

You might also like