প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব ছাত্রদল নেতার, প্রত্যাখ্যান করায় মারধরের অভিযোগ

নিউজ ডেস্ক
সত্যবাণী

বরিশাল: কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর স্ত্রীকে (২৫) মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এনাম তালুকদার নামের এক ছাত্রদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে।এঘটনায় ভুক্তভোগী ওই নারী শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বরিশালের গৌরনদী মডেল থানায় এনাম তালুকদারসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।এর আগে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের এ ঘটনা ঘটে। পরে আহত ওই প্রবাসীর স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযুক্ত এনাম তালুকদার বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নিজ বাড়ি থেকে দুই শিশু সন্তানসহ পার্শ্ববর্তী কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি মেলায় আসবাবপত্র ক্রয়ের উদ্দেশ্য রওনা দেন তিনি। পথিমধ্যে অভিযুক্ত এনাম তালুকদারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছলে হঠাৎ করে তার গতিরোধ করে এনম। একপর্যায়ে এনাম তার তিন সহযোগীর সহায়তায় তাকে (গৃহবধূ) টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় ওই গৃহবধূ চিৎকার শুরু করলে তাকে মারধর করে ব্যবহৃত স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে সটকে পরে তারা।ওই গৃহবধূ আরও বলেন, তার স্বামী দীর্ঘদিন থেকে কাজের সুবাদে কাতারে রয়েছেন। এ সুযোগে দীর্ঘদিন থেকে এনাম তালুকদার তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় হামলা চালিয়ে শ্লীলতাহানিসহ মারধর করা হয়েছে তাকে।এদিকে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদার বলেন, আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে স্থানীয় একটি কু-চক্রী মহলের প্ররোচনায় মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি এ অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি করছি।প্রবাসীর স্ত্রীর লিখিত অভিযোগের সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You might also like