বিএনএসবি চক্ষু হাসপাতালের নতুন বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন
সংগ্রাম দত্ত: চিকিৎসা সেবার মান বৃদ্ধি করতে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা সদর উপজেলার শহরতলী এলাকার মাতারকাপন এ মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের নতুন বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ভবন নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা।গত ১ আগস্ট বিকেল ৫ ঘটিকায় মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সভাপতি মো: ইসরাইল হোসেন নতুন বহুতল ভবন নির্মাণ কাজের ফলক উম্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র সহ সভাপতি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সহ সভাপতি ডা: ছাদিক আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হামিদ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম উমেদ আলী, নির্বাহী সদস্য সৈয়দ তৌফিক আহমদ, লুকমান হোসেন তরফদার, গোলাম মোহিত খান, সৈয়দ মোজাম্মেল আলী শরিফ, শামিম আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ডা: এ.কে জিল্লুল হক সহ অন্যান্যরা।প্রতিষ্ঠার তিনযুগের অধিক সময় থেকে হাসপাতালটি চোখের ফেকো সার্জারী, নেত্রনালী সার্জারী, রেটিনা চিকিৎসাসহ চোখের অন্যান্য চিকিৎসা সেবা কম খরচে এবং গরীব রোগীদের সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দিয়ে আসছে।ভবনটির কাজ শেষ হলে স্থান সংকোলন সমাধানসহ হাসপাতালের ইনডোর ও আউটডোরে চিকিৎসা সেবার মান আরও বৃদ্ধি পাবে। যা ৩০০ শয্যা বিশিষ্ট চক্ষু হাসপাতাল হিসেবে রুপ পাবে। হাসপাতালের নিজস্ব অর্থায়নে বহুতল ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা। নির্মাণ কাজ শেষ হতে সাড়ে ৩ বছর লাগবে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।