বিএনপি নেতার ভিডিও ভাইরাল ‘বিএনপির কথা শুনবে, না হয় ইউএনওগিরি-ওসিগিরি ছেড়ে চলে যেতে হবে’

নিউজ ডেস্ক
সত্যবাণী

চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিচ মিয়ার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।যে ভিডিওতে তাকে বলতে শোনা যায়, বিএনপির কথা না শুনলে ইউএনও-ওসিদের অন্য জায়গায় চলে যেতে হবে।জানা গেছে,গত মঙ্গলবার  বিকেলে সাতকানিয়া উপজেলা বিএনপির সব সাংগঠনিক ইউনিটের যৌথ উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইদ্রিচ মিয়া।

ভিডিওটিতে দেখা যায়,ইদ্রিচ মিয়ার পেছনে ঈদ পুনর্মিলনীর ব্যানার টাঙানো। সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি লেখা রয়েছে ব্যানারে।ইদ্রিচ মিয়া বলেন, হয় বিএনপির কথা শুনবে,না হয় এখান থেকে ইউএনওগিরি-ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে।তাদের আর সুযোগ দেয়া যাবে না, অনেক সুযোগ দিয়েছি। এখন আর সুযোগ দেয়ার সময় নেই। এখন আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে।এ বিষয়ে জানতে চাইলে ইদ্রিচ মিয়া জানান, ইউএনও-ওসিকে নিয়ে এ ধরনের কোনো বক্তব্য তিনি কোথাও দেননি। তাকে হেয় করার উদ্দেশ্যে ভিডিওটি বানানো হয়েছে।গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয় মো. ইদ্রিচ মিয়াকে।পরে গত ৬ মে ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।এর আগে ইদ্রিচ মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।

You might also like