বিশ্বনাথ উপজেলা পরিষদের উদ্যোগে চেয়ারম্যানদের বিদায় ও বরণ
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেটের বিশ্বনাথে মধ্যাহ্নভোজের মাধ্যমে বর্তমান চেয়ারম্যানদেরকে বিদায় ও নবনির্বাচিত চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা সভা কক্ষে এই বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিশ্বনাথ থেকে সংবাদদাতা জানান, ইউএনও নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমা জাহান সরকার, থানার ওসি জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা কনক রায়, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ।বিদায়ী চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন ছয়ফুল হক, নাজমুল ইসলাম রোহেল, খায়রুল আমিন আজাদ, নবনির্বাচিত এবং পুরাতন চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন ফখরুল আহমদ মতসিন, আরশ আলী গণি, এমাদ উদ্দিন খান, ইমাম উদ্দিন, হাফেজ আরব খান ও দয়াল উদ্দিন তালুকদার।