বৈরী আবহাওয়ায় তুষার আবৃত যুক্তরাজ্য
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: বৈরি আবহাওয়ায় ব্যাপক তুষারপাতে ঢাকা পড়েছে যুক্তরাজ্য। বিমানবন্দরগুলোর ফ্লাইট স্থগিত করা হয়েছে। তুষারপাত ও ভারি কুয়াশার কারণে স্টানস্টেড বিমান বন্দরের সব ফ্লাইট বাতিল এবং হিথ্রো ও গ্যাটউইকের ফ্লাইটগুলো বাতিল বা বিলম্বিত করা হচ্ছে।
শ্বেতশুভ্র লন্ডনের বিভিন্ন অঞ্চলে তুষারসকাল উদযাপন করতে ছোট্ট সন্তানদের নিয়ে রাস্তায় নেমে এসেছে অনেকে। পুরো লন্ডন যেন সেজেছে হোয়াইট ক্রিসমাস ডেকোরেশনে।

যুক্তরাজ্যের সময় সোমবার (১২ ডিসেম্বর) সকাল পর্যন্ত স্কটল্যান্ড, লন্ডন ও দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের জন্য হলুদ আবহাওয়ার সতর্কতা রয়েছে, যা অব্যাহত থাকবে।
এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে ট্রেন চলাচলও বিঘ্ন হচ্ছে। বেশ কয়েকটি সড়কে দুর্ঘটনার পর চালকদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
স্ট্যানস্টেড বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, অতিরিক্ত তুষারপাতের কারণে একমাত্র রানওয়েটি বন্ধ রাখা হয়েছে। তাই সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়।
সংশ্লিষ্ট এক মুখপাত্র যোগ করেন, বিমানগুলোকে ডি-আইসিং করার কারণে ফ্লাইটগুলো সাময়িক স্থগিত বা বিলম্ব করা হয়। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের তাদের ফ্লাইটের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
জেমস লাভ নামে এক যাত্রী বলেন, তিনি স্ট্যানস্টেডে লোগান এয়ারের একটি ফ্লাইটে কয়েক ঘণ্টা আটকে ছিলেন। অনেক্ষণ অপেক্ষার পরও ফ্লাইটটি টেক অফ করতে পারেনি।
ফিচার ছবি: তুষার উপভোগ করছে বিড়াল কিয়ারা ও পান্ডা। পান্ডার তুষার বডি তৈরী করেছে রাফা হক।
ছবি সংগ্রহ: জিনু মাষ্টারনি ওয়াটসআপ গ্রুপ।