মায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
নিউজ ডেস্ক
সত্যবাণী
চাঁদপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১হাজার অসহায়,দরিদ্র, কর্মহীন হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার পাঠিয়েছে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নামে প্রতিষ্ঠিত’ মায়া ফাউন্ডেশন’।
মায়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এফবিসিসিআই এর পরিচালক রাশেদুল হোসেন চৌধুরী রনির প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও অর্থায়নে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।মানুষের কল্যাণে আমরা’ স্লোগানকে ধারণ করে করোনা দুর্যোগকালীন সময়ের প্রথম থেকেই খাদ্য সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে মায়া ফাউন্ডেশন ।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ও ফতেপুর পূর্ব ইউনিয়নের ৬০০ অসহায়, দরিদ্র, কর্মহীন হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার পাঠিয়েছে সংগঠনটি ।
গত ৯মে শনিবার সকালে দ্বিতীয় পর্যায়ে উপজেলার কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় এবং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদান প্রসঙ্গে মায়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশেদুল হোসেন চৌধুরী রনি বলেন , ‘ আমরা প্রতিদিনই ব্যক্তিগতভাবে এবং অনেকের মাধ্যমে প্রচুর সহায়তার আবেদন পাচ্ছি, তাই আমাদের চেষ্টা আছে যথাসম্ভব সকলের পাশে থাকার, যদিও আপনারা জেনে থাকবেন এটি একটি বিশাল দায়িত্ব।তবুও পাশে আছি আমরা ।’
সহায়তা প্রদানের পদ্ধতি সম্পর্কে তিনি জানান , ‘সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় কেউ যদি মনে করেন তিনি পরবর্তী এক সপ্তাহে তার পরিবারসহ বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য যথেষ্ঠ অর্থ যোগান দিতে পারছেন না, তাহলে আমাদের ফাউন্ডেশনের ফেসবুক পেজে দেয়া আবেদন ফর্মের মাধ্যমে তথ্য পূরণ করলেই আমরা সহায়তা করছি এবং প্রতিদিন প্রায় ১০জনকে খাদ্য সহায়তার বাইরে বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তাও প্রদান করছি।’
মায়া ফাউন্ডেশনের ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/Foundation.Maya
সহায়তা প্রাপ্তির আবেদন ফর্ম লিঙ্ক: https://bit.ly/3dqkZ9g