মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ নুরুল হকের ইন্তেকাল

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: সাফকের বারী সেন্ট এডমাণ্ডসে বসবাসকারী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট সমাজসেবী সৈয়দ নুরুল হক খসরু গত ৬ ই মে ওয়েষ্ট সাফক হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৬ বছর ।তিনি স্ত্রী ,চার ছেলে ,তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।মরহুমের গ্রামের বাড়ি ছিল ওসমানী নগর উপজেলার ওরমপুর সৈয়দ বাড়ি ।তাঁর পিতা ছিলেন সৈয়দ মুজিবুল হক ও নানা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ও বিখ্যাত জমিদার সৈয়দ ইয়াওর বখত ও সৈয়দ আফরোজ বখত।
গত ১০ই মে শুক্রবার মরহুম সৈয়দ নুরুল হক খসরু মিয়ার নামাজে জানাযা ইষ্ট লণ্ডন মসজিদে অনুষ্ঠিত হয় ও পরে চিগওয়েলের গার্ডেন অব পিস সিমেট্রিতে দাফন করা হয় ।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক ও কমিউনিটি সংগঠক কে এম আবু তাহের চৌধুরী, কেন্টিশ টাউন মসজিদের চেয়ারম্যান কাজী শহীদ, কেমব্রিজ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি শামীম আহমদ প্রমুখ ।

You might also like