মুখ ফসকে মার্কিন দূত বলে ফেললেন, ইসরায়েল ‘সন্ত্রাস’ ছড়াচ্ছে

নিউজ ডেস্ক
সত্যবাণী

যুক্তরাষ্ট্রঃ জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শে এক বিবৃতিতে মুখ ফসকে বলেছেন,ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা,সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে’।পরে আবার তিনি নিজের বক্তব্য সংশোধন করে বলেন,ইরান মধ্যপ্রাচ্যে‘বিশৃঙ্খলা,সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে’।জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্যের সময় তিনি এই কথা বলেন।ঘটনাটি জাতিসংঘে মার্কিন কূটনীতির এক বিব্রতকর মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে,যদিও রাষ্ট্রদূত শে দ্রুত ভুল স্বীকার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন।বক্তব্যে শে মূলত ইরানকে দায়ী করছিলেন ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার জন্য।তবে একটি বাক্যে ভুল করে তিনি ইসরায়েলের দিকেই সন্ত্রাস ছড়ানোর অভিযোগ আনেন।তাৎক্ষণিকভাবে তিনি নিজ ভাষা সংশোধন করে বলেন,তার উদ্দেশ্য ছিল ‘ইরানকে দায়ী করা,ইসরায়েলকে নয়।তিনি আরো বলেন,ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি সীমিত করার চুক্তিতে সম্মত হতো, তাহলে আজকের এই সংঘাত এড়ানো যেত।

You might also like