যতটুকু সম্ভব গণপরিবহনে যাতায়াত এড়িয়ে চলুন

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া বন্ধ করতে, দয়া করে যতটুকু সম্ভব পাবলিক ট্রান্সপোর্ট এড়িয়ে চলতে এবং নিতান্ত প্রয়োজনের ক্ষেত্রে এটি ব্যবহার করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।কাউন্সিলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি গণপরিবহনে চলাফেরা করতে হয়, তাহলে মুখ ঢেকে রাখার চেষ্ঠা করতে, অন্যদের থেকে ২ মিটার দূরে থাকতে, যাত্রা শুরুর আগে ও পরে ভালো করে হাত ধুয়ে নিতে এবং ভাড়া পরিশোধের ক্ষেত্রে কন্টাক্টলেস কার্ড ব্যবহার করতে অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যাদের পক্ষে সম্ভব, তাদেরকে দিনের ব্যস্ততম সময় অর্থাৎ রাশ আওয়ারে গনপরিবহণে ভ্রমণ না করতে ট্রান্সপোর্ট ফর লন্ডন এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ব্যস্ততম সময় হচ্ছে ভোর ৫.৪৫ টা থেকে সকাল ৮.১৫টা এবং বিকাল ৪টা থেকে ৫.৩০টা। গণপরিবহনে চলাফেরার বিষয়ে যে কোন আপডেট জানতে হলে https://tfl.gov.uk/campaign/coronavirus-covid- এই ওয়েবসাইট ভিজিট করুন।

You might also like