যারা আমাদের দেখভাল করছেন, তাদের জন্য বিশেষ সহায়তা

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেট্সঃ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা জানি যে,গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত অর্থাৎ কী ওয়ার্কারদের অনেকেই এখন স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি মানসিক চাপের মধ্যে আছেন এবং এই সময়ে তাদের অতিরিক্ত সহায়তার প্রয়োজন রয়েছে। অনেক সংস্থাই এ ক্ষেত্রে অতিরিক্ত সহায়তামূলক সেবা প্রদান করছে। হতে পারে কোন কঠিন দিন সম্পর্কে কারো সাথে কথা বলা অথবা আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করা।বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোন অথবা অনলাইনে পরিচালিত সেশনের মাধ্যমে টাওয়ার হ্যামলেটস্ টকিং থেরাপি সাহায্য করতে পারে। এই সার্ভিটি উন্মুক্ত এবং স্বাস্থ্য পরিচর্যায় নিয়োজিত কী ওয়ার্কারদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। অনলাইনে অথবা ০২০ ৮৪৭৫ ৮০৮০ নাম্বারে ফোন করে বাসিন্দারা সহায়তা পেতে পারে।

সামারিটান কী ওয়ার্কার হেলপলাইন (আমাদের ফ্রন্টলাইন) ফ্রি এবং সপ্তাহের ৭ দিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত ফোন করতে পারেন – ০৩০০ ১৩১ ৭০০০। এছাড়াও টেক্সট ম্যাসেজের মাধ্যমেও আপনি দিনের ২৪ ঘন্টাই সার্ভিস পেতে চাইলে ফ্রন্টলাইন লিখে পাঠিয়ে দিতে পারেন ৮৫২৫৮ নাম্বারে।বিস্তারিত তথ্য জানতে হলে www.towerhamlets.gov.uk/lgnl/health__social_care/public_health/mental_wellbeing.aspx ওয়েবসাইট ভিজিট করুন।

You might also like