যুক্তরাজ্য আওয়ামী লীগের লিফলেট বিতরণ ১৬ ফেব্রুয়ারী লন্ডনে মহা সমাবেশ
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: বাংলাদেশ আওয়ামী লীগের মাসব্যাপী প্রোগ্রামের অংশ হিসেবে
যুক্তরাজ্য আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠন, শাখা সংগঠনকে নিয়ে এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসীদের নিয়ে লন্ডনে লিফলেট বিতরণ করেছে।মঙ্গলবার, বিকাল ৩:৩০ মিনিটে ব্রিকলেন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সতস্ফুর্ত অংশগ্রহণ ছিলো। লিফলেট বিতরণ শেষে আগামী ১৬ ফেব্রুয়ারী, লন্ডনের আলতাব পারকে বিকাল ২.০০ টায় মহা সমাবেশের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর পরিচালনায় লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আজিজুর রহমান, হরমুজ আলী, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী,প্রবাসকল্যাণ বিষয়ক সম্পাদক আনসারুল হক, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ,শিল্প ও বানিজ্য সম্পাদক আসম মিসবাহ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার চৌধুরী,লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, মহিলা আওয়ামী লীগের সহ সভানেত্রী আঞ্জুমান আরা অঞ্জু, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ শ্রমিকলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক চন্দন মিয়া, সেচ্ছাসেবকলীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, কৃষক লীগের সভাপতি সৈয়দ তারেক আহমেদ, তাতী লীগের সভাপতি আব্দুস সালাম প্রমুখ।