যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ-এর বিবৃতি

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ মহান মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার গড়া বাংলাদেশকে সম্পূর্ণরূপে ধংশের চক্রান্ত প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইউনুস সরকারের পতনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বানমহান মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার গড়া বাংলাদেশকে সম্পূর্ণরূপে ধংশের চক্রান্ত প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইউনুস সরকারের পতনে দেশে-বিদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

আজ সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫ এক বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশে প্রফেসর ইউনুসের নেতৃতে বর্তমান অবৈধ অন্তর্বর্তী সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গড়া বাংলাদেশকে সম্পূর্ণরূপে ধংশের চক্রান্ত বাস্তবায়নের চুড়ান্ত পদক্ষেপ গ্রহণ করেছে।বিগত কয়েকদিনে তার সমর্থিত সন্ত্রাসীরা ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িসহ শেখ হাসিনার সরকার এবং দলের অনেক নেতা, কর্মী ও সমর্থকদের বাসস্থান এবং ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে। তারা এখনো বিনা বাধায় এই ধংশলীলা চালিয়ে যাচ্ছে।অন্যদিকে, আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থকসসহ ইউনুসের অবৈধ সরকারের বিরোধী সকলকে নির্মূল করার লক্ষ্যে গত ৮ ফেব্রুয়ারি “অপারেশন ডেভিল হান্ট” শুরু করা হয়েছে। এই হীন অভিযানের মাধ্যমে ইতোমধ্যেই সারা দেশে শত শত নিরীহ মানুষকে আটক করে তাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।গভীর উদ্বেগের বিষয় যে, ইউনুসের সরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আওয়ামী শাসনের সাথে জড়িতদের শায়েস্তা করতে এই অপারেশন চলবে”।

বিবৃতিতে সুলতান শরীফ ইউনুস সরকারের প্রতি নিন্দা জানিয়ে বলেন, “দেশবাসী এবং প্রবাসি বাঙ্গালীসহ বিশ্বের সকল সচেতন মহল গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে ৩২ নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বাড়ি এবং দেশের অন্যান্য স্থানে ধারাবাহিক আগুন লাগানোর জন্য যারা দায়ী অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি। কিন্তু কিছু তথাকথিত শিক্ষার্থী যারা লুটপাট ও ভাঙচুর করতে ৭ ফেব্রিয়ারি শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে গিয়েছিল এবং তখন আত্মরক্ষার জন্য তাদের যারা বাঁধা দিয়েছিলো, তাদের ধরতেই তথাকথিত অপারেশন ডেভিল শুরু হয়েছে- যার মূল উদ্দেশ্য হচ্ছে দেশব্যাপী আওয়ামীলীগের নেতাকর্মীদের দমন-পীড়ন। প্রকৃতপক্ষে একটা পৈশাচিক উদ্দেশ্য নিয়ে ইউনুস সরকারের মদদপুস্ট, বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, ৭১-এর লক্ষ লক্ষ বাঙ্গালির হত্যাকারক পিচাশদের ও তাদের দোষরদের সুরক্ষা করতেই এই অপারেশনের নামে মুক্তিযুদ্ধের সপক্ষের সকলকে সমূলে ধংশ করার নীল-নকশার বাস্তবায় শুরু করা হয়েছে।”

তিনি আরো বলেন, বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদসংস্থা ইতোমধ্যেই দেশ পরিচালনায় ইউনুসের অন্তর্বর্তী সরকারের সার্বিক ব্যর্থতা, নিত্যপণ্যসহ জীবন-যাপনের ব্যয় বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমঅবনতি, মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘুদের ও সাংবাদিকদের ওপর নির্যাতন, ঘুষ-দুর্নীতি এবং মব ভায়োলেন্স-এ জন-জীবন বিপর্যস্ত হওয়ার চিত্র তুলে ধরেছে। এই অরাজক অবস্থা থেকে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য শেখ হাসিনা নির্বাচিত সরকারের পুনর্বাসন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।সুলতান শরীফ এজন্য বাংলাদেশ আওয়ামীলীগের নেতা, কর্মী ও সমর্থকসহ ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে একযোগে দেশে-বিদেশে বিশেষ করে যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রে ইউনুস সরকারের পতনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা আহ্বান জানান।

You might also like