রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা
নিউজ ডেস্ক
সত্যবাণী
চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে মো. আলমগীর আলম (৫০) নামে এক যুবদল নেতাকে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাউজান পৌরসভার চারাবটল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আলমগীর পূর্ব রাউজান চৌধুরী বাড়ির আবদুর রহিমের ছেলে। এলাকায় যুবদলকর্মী হিসেবে তার পরিচিত ছিল।বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে দৃর্বৃত্তরা তাকে গুলি করে সড়কের পাশে রেখে পালিয়ে যায়।এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান,ঘটনার বিষয়টি জেনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।