রাবি চিকিৎসা কর্মীকে আ.লীগ ট্যাগ দিয়ে মারধর, বিবস্ত্র

নিউজ ডেস্ক
সত্যবাণী

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে গোলাম আজম ফয়সাল নামে এক কর্মকর্তাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে।বুধবার (৩০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে জড়িত কোনো অভিযুক্তের পরিচয় এখনও পাওয়া যায়নি।ফয়সাল রাবির ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। হামলার পর তিনি প্রাথমিক চিকিৎসা শেষে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।জানা গেছে, বুধবার ডিউটিরত অবস্থায় বহিরাগত এক ব্যক্তি এসে ফয়সালের থেকে তার পরিচয় নিশ্চিত করেন। এর কিছুক্ষণ পরে ৮-৯ জন বহিরাগত কক্ষে প্রবেশ করে ফয়সালকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে মারধর শুরু করে। এরপর তাকে টেনেহিঁচড়ে চিকিৎসা কেন্দ্রের বাইরে নিয়ে এসে বিবস্ত্র করে আবারও মারধর শুরু করে তারা। এ সময় উপস্থিত কয়েকজন ঘটনার দৃশ্য ভিডিও করার চেষ্টা করলে হামলাকারীরা তিনজনের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে স্থান ত্যাগ করে।

ফয়সাল বলেন, হামলাকারীরা আমাকে চাকরিচ্যুতের হুমকি দেয়। আমি বিশ্ববিদ্যালয়ের পাশে একটি ভাড়া বাসায় থাকি। ঘটনার পর থেকে আমি আতঙ্কে রয়েছি। হামলাকারীদের আমি চিনি না।প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের এক কর্মকর্তার উপর বহিরাগতদের হামলার ঘটনা অত্যন্ত নির্মম ও অমানবিক। আমরা জনি নামে একজনের কথা শুনেছি, যার নেতৃত্বে এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি সম্ভবত বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা। আমরা পুলিশের সহায়তায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব।সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, বিষয়টি জানতে পেরেছি। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার বিষয়ে গতকাল পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মিটিং হয়েছে। মিটিংয়ে তারা নিরাপত্তা জোরদারের বিষয়ে কাজ করছে।

You might also like