লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
নিউজ ডেস্ক
সত্যবাণী
লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশা গাজীর বাড়ি থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী।সোমবার (২০ অক্টোবর) সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।অভিযানের সময় বাদশা গাজী বাড়িতে ছিলেন না।অস্ত্র উদ্ধারের ঘটনায় হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আবদুর রহিম বাদী হয়ে বাদশা গাজীকে প্রধান আসামি করে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
সংবাদ পেতে বাদশা গাজীর সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন,গত ৫ আগস্টের পর থেকে বাদশা গাজী চর এলাকার শত শত একর কৃষিজমি দখল করেছেন।এছাড়া রাজনৈতিক প্রভাব ব্যবহার করে একাধিক ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে নদী ভাঙনের সৃষ্টি করছেন। দক্ষিণ চরবংশী এলাকার মেঘনা নদীঘেঁষা চরাঞ্চলে দীর্ঘদিন ধরে জমি দখল ও বালু উত্তোলনকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, “গোপন সংবাদের ভিত্তিতে চর কাছিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ঘর থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিএনপি নেতা আজিজ বাদশা গাজীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।