লন্ডনে ইউনুস-স্টারমার বৈঠক হচ্ছে না!
বাংলাদেশের সরকার প্রধানের সফরসূচি নির্ধারণের দায়িত্বপ্রাপ্তরা এমন অদ্ভুত হেলা ফেলা জবাব দিয়ে যথাযথ কূটনৈতিক রীতিনীতি সম্পর্কে তাঁরা যে সিরিয়াস নন, তারই প্রমাণ দিলেন কি-না, সে প্রশ্ন আড়াল করা যাচ্ছে না।
মুহাম্মদ আব্দুস সাত্তার
এডিটর অ্যাট লার্জ, সত্যবাণী
লন্ডন: প্রধান উপদেষ্টা ড. ইউনুস চার দিনের সফরে মঙ্গলবার ১০ জুন সকাল ৭টায় লন্ডন পৌঁছানোর নয় ঘন্টা পর একই দিন বিকেল ৪টায় তাঁর প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বললেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ড. ইউনূসের বৈঠকের কোন সময়সূচি এখনো ঠিক হয়নি। অথচ, শুরু থেকেই বলা হচ্ছিল, লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে ড. ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ধরণের সম্ভাবনা থাকলে কূটনৈতিক রীতি হচ্ছে, দুই দেশের উচ্চ পর্যায়ে এ নিয়ে শুরু থেকেই কথাবার্তা শুরু হবে। কিন্তু ইউনুস-কিয়ার স্টারমার বৈঠকের বিষয়ে আদৌ তা হয়েছে কী-না, সে বিষয়ে এখন সঙ্গত কারণেই প্রশ্ন তোলা যাচ্ছে।
কারণ মঙ্গলবারের সংবাদ সম্মেলনে এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বললেন, ‘কিয়ার স্টারমারের, আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসছিলেন, উনি জানালেন যে উনি (কিয়ার স্টারমার) কানাডায় আছেন।’
কিন্তু তথ্য হচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ১৩ জুন শুক্রবার পর্যন্ত ব্রিটেনেই আছেন।কানাডা তিনি যাচ্ছেন শনিবার ১৪ জুন।
বাংলাদেশের সরকার প্রধানের সফরসূচি নির্ধারণের দায়িত্বপ্রাপ্তরা এমন অদ্ভুত হেলা ফেলা জবাব দিয়ে যথাযথ কূটনৈতিক রীতিনীতি সম্পর্কে তাঁরা যে সিরিয়াস নন, তারই প্রমাণ দিলেন কি-না, সে প্রশ্ন আড়াল করা যাচ্ছে না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী, যাঁর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা বৈঠকে আগ্রহী, তাঁর দেশের ভেতরের ও বাইরের কর্মসূচি সম্পর্কে আগেভাগে সঠিকভাবে জানার দরকারটা প্রেস সচিব, বা হাই কমিশনার জানার দরকার কেন মনে করলেন না?
আর সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলছেন, কোন এক ব্রিটিশ এমপি নাকি বলেছেন, কিয়ার স্টারমার এখন নাকি কানাডায়!
পরিস্থিতি থেকে মনে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ড. ইউনূসের বৈঠকের আয়োজন করতে বাংলাদেশের কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন।
বিষয়টি সম্পর্কে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি ও লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার তাদের বক্তব্য কী তুলে ধরবেন?