লন্ডনে কবি কণ্ঠের উদ্যোগে বই উৎসব অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন কবিকণ্ঠ-এর আয়োজনে ৯ ফেব্রুয়ারি পূর্বলন্ডনের লন্ডন বাংলাপ্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে তিনটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ‘বইউতসব।কবি আবুমকসুদের ‘ছোটো আপার বিরান ভাত’ স্মৃতি কথা মূলক বই, কবি মাহফুজা রহমানের ‘নতুনএকবৈরাগীআমি’ গীতিকবিতাএবংকবিউর্মিলাআফরোজের ‘জন্ম,মৃত্যুওপালকি’ কবিতা গল্প এবং নাট্যাংশ গ্রন্থ সম্প্রতি লন্ডন থেকে প্রকাশ করেছ কবিকণ্ঠ।কবি কণ্ঠের কর্ণধার কবি হামিদ মোহাম্মদের উপস্থাপনায় ও গবেষক ফারুক আহমেদর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রথমে তিন টিবইয়ের মোড়ক উন্মোচন করা হয়্।এর পরে একে একে লেখকও কবি পরিচিতি পাঠকরেন কবি মাহফুজা রহমানের পরিচিতি পাঠকরেন সাংবাদিক নিলুফা ইয়াসমীন হাসান, কবি আবুমক সুদের পরিচিতি পাঠকরেন কবি এমমোশা্ইদ খান ও কবি উর্মিলা আফরোজের পরিচিতি পাঠকরেন কবি উদয়শংকর দূর্জয়।পরিচিতি পাঠের পর লেখক ও কবি নিজনিজ প্রতিক্রিয়া ব্যক্তকরে বক্তব্য রাখেন।অনুষ্ঠানে কবি কণ্ঠের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন কবি আতাউর রহাম মিলাদ,কবি মুজিবুলহক মনি, এমদাদতালু কদার ও জামাইকানক বিহানিফা মোহাম্মদ।
তারা বলেন, লন্ডন থেকে এই প্রথম বাংলা বই প্রকাশ শুরু করেছে কবি কণ্ঠ।এটি সাহসী উদ্যোগ।কবি হামিদ মোহাম্মদ কবিকণ্ঠ এর মাধ্যমে লনডনে বই প্রকাশ করায় ঢাকা থেকে বই প্রকাশের আর প্রয়োজন নেই।গবেষ কফারুক আহমেদ তার সমাপনী বক্তব্যে বলেন, ইতো পূর্বে ১৯৮৮ সালে লন্ডনে উদীচী প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা ও ১৯৮৯ সালে সপ্তাহব্যাপী বইমেলার আয়োজন করে হামিদ মোহাম্মদ ইতিহাসের অংশ হয়েছিলেন।এবার ও বইপ্রকাশ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন।তাকে অভিনন্দন।এ যাত্রা অব্যাহত থাকবে আশাপ্রকাশ করে বলেন, আমিমনে করি,এবার থেকে লন্ডনে বই প্রকাশের জন্য বাংলাভাষী প্রবাসী লেখকরা এগিয়ে আসবেন।সবশেষে বই উতসবের কেক কাটাওকে কবি তরণ একই সঙ্গে মিষ্টিবিতরণ করাহয় উপস্থিত সুধীজনের মধ্যে একই সময় প্রকাশিত তিন টিবই সকলের হাতে হাতে পৌঁছেদিলে উপস্থিত সুধীজন লেখক ও কবি কণ্ঠের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পুরো অনুষ্ঠানে বইয়ে মোড়কউন্মোচন ওকেককাটায় অংশনেন বীরমুক্তিযোদ্ধা আবুমুসা হাসান, বিশিষ্টস মাজকর্মী শিক্ষাবিদ প্রশান্ত পুরকায়স্থ, কমিউনিটি ব্যক্তিত্বড. আনসার আহমদ উল্লাহ, দাবাক্লাবের সাংগঠনিক সম্পাদক আশরাফ নান্নু, সাবেক ডেপুটি মেয়র শহিদ আলী, শিক্ষাবিদ বাসিত চৌধুরী, নারী উদ্যোক্তা সাঈদা চৌধুরী, কবি সালমা বেগম, কবি সৈয়দহিলাল সাঈফও রেজাউল করি মমৃ ধাসহসুধী, লেখক ও সংবাদিক বৃন্দ।