লন্ডনে জামায়াত আমীর ডাঃ শফিক:আগে গণভোট, না হলে কোন মূল্য নেই

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোন মূল্য নেই বলে মন্তব্য করেছেনবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা:শফিকুর রহমান।তিনি বলেন, জামায়াত কাউকে মিথ্যা আশ্বাস দিচ্ছেনা,জামায়াত যা করতে পারবে তাইবলছে।আমরা জনগণের নৈতিক আশা-আকাঙ্খার বাহিরে কোনো কিছু কল্পনাও করিনা।দুর্নীতি দেশে ভয়ানক সমস্যা উল্লেখ করে ডাঃ শফিকুর রহমান বলেন,জামায়াতক্ষমতায় গেলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।এবং সেটি কাজে প্রমান করেদেয়া হবে। প্রবাসীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিরবোরো চালিকা শক্তি।প্রবাসীদের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না।প্রবাসীরা যাতে তাদের ভোটার অধিকার পান এ বিষয়ে আমরা সব সময় সোচ্চার।পরিবর্তিত পরিস্থিতিতে আল্লাহ পরিবেশ অনুকূলে নিয়ে আসায় আমরা প্রবাসীদেরপ্রত্যেকটি অধিকার নিয়ে সংশ্লিষ্ট সকল পর্যায়ে আমরা জোরালো ভাবে কথা বলেছি।তিনি বলেন,আমাদের স্পষ্ট কথা হচ্ছে, যাদের প্রেরিত অর্থে দেশের অর্থনীতির ভীতমজবুত হয়,তাদের ভোটের বাহিরে রাখার কোনো সুযোগ নেই।

ডা: শফিকুর রহমান শুক্রবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় পূর্ব লন্ডনের হোয়াটচ্যাপেলরোডস্থ হায়াত প্যালেস হোটেলে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথাবলেন।জামায়াত আমীর গুম খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গেবলেন,আমরা যে কোনো অপরাধের বিরুদ্ধে। মানুষের অধিকার যারা নষ্ট করেছেন, কোনো ধরণের অপরাধ ছাড়া যারা মানুষকে নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন সেগুলোভয়ানক মানবাধিকার লঙ্গন ছিল।এটা সেনাবাহিনীর লোকেরা নাকি অন্য কেউকরলো সেটা ম্যাটার করেনা।যা হয়েছে সেগুলো আমাদের কাছে অপরাধ যে করবেসে একজন অপরাধী।এই কথাগুলো যত জায়গায় বলার দরকার আমরা বলেছি।ডা: শফিকুর রহমান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতিকালেস্থানীয় সাংবাদিকদের সাথে এক চা চক্রে বক্তব্য রাখছিলেন।এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকরমোল্লা,জামায়াতে ইসলামির প্রতিনিধি ও সেইভ বাংলাদেশ-এর চেয়ারম্যান ব্যারিস্টারনজরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি সিরাজুলইসলাম শাহীন,ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্টসৈয়দ নাহাস পাশা, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, জেনারেলসেক্রেটারি তাইসির মাহমুদ,সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সিনিয়রসাংবাদিক আকবর হোসাইনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক অননলাইন মিডিয়ারসাংবাদিকবৃন্দ।এর আগে সকাল ১০ টায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান ব্যবসায়ীদের সাথেঅনুষ্ঠিত এক মতবিনিময় অনুষ্ঠানে বলেন, ব্যবসায়ীরা যাতে নিরাপদে দেশে ব্যবসাকরতে পারেন জামায়াতে ইসলামী দেশের মানুষকে এ টুকু আস্বস্ত করে যাচ্ছে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী দেশে ব্যবসায়ীদের ক্ষতি হবে এমনকোনো কাজ করেনি এবং ভবিষ্যতে জনগণের সেবা করার সুযোগ পেলে ব্যবসায়ীদেরন্যায়সঙ্গত অধিকার খর্ব হয় এমন কাজও করবে না।জামায়াত ইসলামী দেশেবিনিয়োগের এমন পরিবেশ তৈরী করতে চায়, যেখানে কোনো ব্যবসায়ীকে তার কাজেরজন্য একপয়সাও কাউকে অন্যায় ভাবে দিতে হবে না।

ডাঃ শফিক বলেন, আমরা চাই আমাদের দেশ দুর্নীতি মুক্ত একটি দেশ হোক।বিদেশিরাদেশে এসে খুলে মনে বিনিয়োগ করুক এবং সেই সাথে আমাদের প্রবাসী ব্যবসায়ীরাওতাদের বিনিয়োগ করে সম্মানের সাথে ব্যবসা করুন।ঘুষ, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্তবিনিয়োগের পরিবেশ তৈরির মাধ্যমে আমরা সুন্দর একটি দেশ গড়তে চাই।বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল এর উপস্থাপনায় ওব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর প্রেসিডেন্ট রফিক হায়দার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গোলাম মর্তুজা, ক্যাপ্টেন কিবরিয়া, ব্যারিস্টার আসাদুজ্জামান, ব্যারিস্টার ফখরুল ইসলাম, মুহাম্মদ জুবায়ের, শাহ শেরওয়ান কামালী, আব্দুল কালাম আজাদ, মুসাদ্দিক আহমেদ, টিপু চৌধুরী, ব্যারিস্টার খালেদ সাইফ উদ্দিন, কাজী ফয়জুল ইসলাম পারভেজ, হেলাল উদ্দিন, ব্যারিস্টার আব্দুল হালিমসরকার, ব্যারিস্টার আবু সাদাত মোঃ সুহেল, জাহাঙ্গীর হক, আব্দুল ওদুদ দীপক, মিজুচৌধুরী, মনসুর আহমেদ শাওন,আবুল কালাম, আবুল বাশার, নাজমুল হাসান,কামরুলহুদা আজাদ, মহিন মজুমদার, আতিকুর রহমান, শেখ মাহবুব হোসেন, সালেহ আহমেদ প্রমুখ।

You might also like