লন্ডন প্রেস ক্লাবের সামার পার্টি
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: লন্ডন প্রেস ক্লাবের সদস্যরা গত মঙ্গলবার বার্ষিক গ্রীষ্মকালীন পার্টিতে মিলিত হয়েছিলেন। ক্লাবের সদস্য, সম্পাদক সমিতির বোর্ডের সদস্য এবং মিডিয়া সোসাইটি, নিউজ মিডিয়া কোয়ালিশন, ডিএসএমএ, এফপিএ এবং হাঙ্গেরিয়ান দূতাবাস সহ বিভিন্ন সংস্থার মিডিয়া বন্ধুদের ৬০ জনেরও বেশি পার্টিতে অংশগ্রহণ করেন। সত্যবাণী সম্পাদকও এসময় উপস্থিত ছিলেন।
মিলন মেলায় ড্রিঙ্কের পাশাপাশি একে অপরের সাথে কথা বলেন, আড্ডা দেন চুটিয়ে।
সেন্ট জেমসের রয়েল ওভার-সিজ লীগ গার্ডেনে আগের বছরগুলির মতোই সমাবেশটি অনুষ্ঠিত হয়।

আড্ডা-আলোচনায় প্রেস ক্লাবের চেয়ারম্যান ডগ উইলস বলেন: “এটি একটি দুর্দান্ত সন্ধ্যা। সাংবাদিকতার জন্য ভালো সময়, আকর্ষণীয় সময় এবং উত্তেজনাপূর্ণ (আশা করি) সময় সম্পর্কে কথা বলার সুযোগ। এটি ক্লাবের সদস্য এবং আমাদের সমর্থকদের ধন্যবাদ জানানোর সুযোগও বটে।
তিনি বলেন, “প্রেস ক্লাব বোর্ডকে আবারও ধন্যবাদ, বিশেষ করে আমাদের আড়ালের নায়কদের কোষাধ্যক্ষ/প্রশাসক/প্রচার পরিচালক রিচার্ড ডাইমন্ড এবং আমাদের পার্টি ইভেন্ট সংগঠক ইভন হ্যারপকে। এই বছর আমি বিশেষভাবে রব জবসন এবং রে ম্যাসির হাতে একটি ড্রিঙ্ক গ্লাস তুলে দিয়েছি, যারা ক্লাবের যুগ্ম ডেপুটি চেয়ারম্যান হয়েছেন এবং এই গ্রীষ্মে প্রেস ক্লাব পুরষ্কারের মাধ্যমে আরও বড় ভূমিকা পালন করছেন।