লাশের ডিএনএ পরীক্ষা ছাড়া শনাক্ত করা সম্ভব নয়: ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত ১৬ লাশের চেহারা দেখে শনাক্ত সম্ভব নয়,তাদের ডিএনএ টেস্ট প্রয়োজন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।তাজুল ইসলাম বলেন,অগ্নিকাণ্ডে গার্মেন্টস অংশ থেকে মোট ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহের চেহারা দেখে কিংবা অন্য কোনোভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে না।ডিএনএ টেস্ট ছাড়া তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। ‎

তিনি বলেন,অগ্নিকাণ্ডের ফলে যে বিস্ফোরণটি হয়েছে,তাতে যে সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস উৎপন্ন হয়েছিল,তা অত্যন্ত বিষাক্ত,এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।আগুন লাগার প্রথম দিকেই ফ্ল্যাশ ওভার হয়েছিল এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।এই বিষাক্ত গ্যাসের কারণে আকস্মিকভাবেই হয়তো নিহতরা সেন্সলেস হয়ে পড়েছিলেন।পরে মারা গেছেন তারা।নিহতের কোথায় পাওয়া গেছে, এ প্রসঙ্গে তিনি বলেন,মরদেহগুলো দোতলা এবং তিনতলা মিলিয়ে বিভিন্ন কর্নারে পাওয়া গেছে। তারা নিচেও নামতে পারেননি এবং ওপরে ছাদে যাওয়ার যে গ্রিলের দরজা ছিল সেটি দুটি তালা দিয়ে বন্ধ ছিল,সে কারণে ওপরেও যেতে পারেননি।ফলে দুই ও তিনতলায় অধিকাংশ মানুষ মারা যায়।তিনি বলেন, গার্মেন্টস অংশের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে। কিন্তু রাসায়নিকের গুদামের আগুন এখনো নিয়ন্ত্রণ হয়নি।অগ্নিনির্বাপণের কাজ এখনো সম্পন্ন হয়নি।ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নেভাতে ও উদ্ধার কাজে যুক্ত হয়েছে এবং এখনো কাজ করছে।তাজুল ইসলাম বলেন, আশপাশের শ্রমিকদের জিজ্ঞাসা করেও গার্মেন্টসটির নাম জানা যায়নি।

You might also like