শেয়ার্ড লাইভস সপ্তাহ পারিবারিক বন্ধন তৈরির অনুভূতি
নিউজ ডেস্ক
সত্যবাণী
টাওয়ার হ্যামলেটসঃ গত সপ্তাহটি আমরা শেয়ার্ড লাইভস সপ্তাহ হিসেবে পালন করেছি। যেখানে শেয়ার্ড লাইভস কেয়ারার বা পরিচর্যাকারীদের অসাধারণ কাজের অভিজ্ঞতাকে তুলে ধরা হয়েছে, বাড়িতে এবং পরিবারের সাথে প্রাপ্তবয়স্ক শিক্ষাগত প্রতিবন্ধীদের অভিজ্ঞতাকেও স্বাগত জানানো হয়েছে।শেয়ার্ড লাইভস এমন একটি পরিবেশ তৈরী করতে সহযোগিতা করে যেখানে মানুষ স্বাধীনচেতা হিসেবে গর্বের সাথে জীবনকে গড়তে এবং উপভোগ করতে পারে।শেয়ার্ড লাইভস সপ্তাহে স্টাফ এবং বাসিন্দাদের জন্যে আলাতা স্টল ছিল।যেখানে বিণামূল্যে প্রশিক্ষণসহ নিয়মিত সহযোগিতার মাধ্যমে যে কাউকে শেয়ার্ড লাইভস কেয়ারার বা পরিচর্যাকারী হতে উৎসাহ প্রদান করা হয়েছে।