হবিগন্জে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে ২য় দিনের মত করোনা রোগীদের খাবার উপহার!
নিউজ ডেস্ক
সত্যবাণী
হবিগঞ্জঃ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে সৈয়দ কামরুল হাসান এঁর সহায়তায় ২য় দিনের মতো করোনা আইসোলেশন ওয়ার্ডের রোগীদের জন্য রান্না করা খাবার হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে পৌছে দেওয়া হয়েছে।মঙ্গলবার বিকেল ৫ টায় সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শামীমা আক্তারের হাতে খাবারের প্যাকেটগুলি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন- সচেতন নাগরিক কমিটির জেলা সদস্য মীর দুলাল, নার্স কাম রিসিপশনিস্ট নাসরিনা আক্তার।এছাড়া বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রামন থেকে জনসাধারনকে সচেতন করার লক্ষ্যে মঙ্গলবার সারাদিনব্যাপী হবিগঞ্জ পৌরসভা ও রিচি, বহুলা এলাকায় মাইকিং এবং সচেতনতামূলক প্রচারনা সভা অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা কমিটির সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জেলা সদস্য মীর দুলাল, মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।