সাম্য হত্যার বিচার না পেলে দেশ অচল করে দেব: ছাত্রদল সভাপতি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বিচার না পেলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল।মঙ্গলবার (২০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ হুঁশিয়ারি দেন।ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতসহ একাধিক দাবিতে ছাত্রদল নেতারা এই অবস্থান কর্মসূচি পালন করে।এর আগে বিকেল ৩টায় রাজধানীর মোড়ে অবস্থান নেয় ছাত্রদল। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর বিকেল পৌনে ৫টায় শাহবাগ মোড় ছেড়ে দেয় ছাত্রদল। কর্মসূচি শেষে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে শহিদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ করেন।

কর্মসূচিতে ছাত্রদল সভাপতি রাকিব আরও বলেন, সাম্য হত্যার বিচার না পেলে আমরা ঢাকা অচল করে দেব। সারা দেশ অচল করে দেব। আমরা সরকারকে সময় দিচ্ছি। দ্রুত প্রকৃত খুনিদের গ্রেফতার করুন।তিনি বলেন, আমরা সাতদিন ধরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। এরপর কোনো অশান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে।রাকিবুল ইসলাম আরও বলেন, তাৎক্ষণিকভাবে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সাম্যের প্রকৃত খুনি কি না, তা আমরা জানি না। সরকার আমাদের আশ্বস্ত করতে পারছে না।রাকিব বলেন, জুলাই-আগস্টের সুবিধাভোগী যারা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছে, তাদের সংগঠন রয়েছে; তারা আজ পর্যন্ত সাম্য হত্যার জন্য সোশ্যাল মিডিয়ায়ও দুঃখ প্রকাশ করেনি। আমরা তাদের ধিক্কার জানাই। যারা পারভেজ-সাম্য হত্যার পর সামান্য সহানুভূতি প্রদর্শন করে না, তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি প্রদর্শন করব না।সমাবেশে সাম্যের হত্যাকাণ্ডের পর ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয়ে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা নেতিবাচক বয়ান তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।সাম্য হত্যার পর ১৪ মে হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ছাত্রশিবির। এই বিবৃতির প্রতি ইঙ্গিত করে তা ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেছেন নাছির উদ্দিন।তিনি বলেন, সাম্য হত্যার পর আপনারা তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছে, এসব প্রশ্ন করছেন। সাগর-রুনি হত্যার পর খুনি হাসিনা যেমন বলেছিল ‘বেডরুমে পাহারা দেওয়া সরকারের কাজ নয়’ তেমনি একদল ফিটা মেপে দায় এড়ানোর চেষ্টা করছেন।রাকিব বলেন, ব্যর্থ প্রশাসন সিসিটিভি থেকে কোনো আলামত সংগ্রহ করতে পারেনি। যারা ফিতা মেপে (সোহরাওয়ার্দী উদ্যানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতামুক্ত রেখে) দায়-দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে, সে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি।

You might also like