সাহসী দিদারুলকে অশ্রুজলে বিদায়

নিউজ ডেস্ক
সত্যবাণী

যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ম্যানহটনে গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে শেষ বিদায় জানাতে বৃহস্পতিবার রাস্তায় নেমেছিল নিউ ইয়র্কবাসী। হাজারো সহকর্মী,প্রবাসী বাংলাদেশি,স্থানীয় বাসিন্দা-সবাই এক হয়ে চোখের জলে, ভালোবাসা আর গভীর শ্রদ্ধায় বিদায় জানালেন সাহসী এ পুলিশ কর্মকর্তাকে।পুলিশ বিভাগের গার্ড অব অনার,জাতীয় পতাকা-ঢাকা কফিন আর দীর্ঘ এক শোকযাত্রায় ফুটে উঠল বেদনার ছাপ।

নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় বৃহস্পতিবার পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজায় অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজে দিদারুল ইসলামের কফিন বহন করছেন সহকর্মী পুলিশ কর্মকর্তারা। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা শেষে তার কফিন নিয়ে যাওয়ার পথে সড়কের পাশে দাঁড়িয়ে তার স্ত্রী ও পরিবারের সদস্যরা। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে জানাজা শেষে বৃহস্পতিবার দিদারুল ইসলামের কফিনের পেছনে হাঁটছেন তার পরিবারের সদস্যরা। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজে দিদারুল ইসলামের কফিন বহন করছেন সহকর্মী পুলিশ কর্মকর্তারা। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকায় বৃহস্পতিবার পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের কফিনে শেষ শ্রদ্ধা জানান তার সহকর্মীরা। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা শেষে শোকযাত্রায় সম্মান জানাতে আকাশে ওড়ে হেলিকপ্টার। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজা শেষে কফিন বহন করার সময় তাকে শেষবারের মতো স্যালুট জানাচ্ছেন সহকর্মীরা। ছবি: রয়টার্স

নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে শেষ বিদায় জানান নিউ ইয়র্ক সিটির সর্বস্তরের মানুষ। ছবি: রয়টার্স

You might also like