সিলেটে শাক-সবজির সরবরাহ বেড়েছেঃ কমেছে মূল্য

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটে বিভিন্ন হাট-বাজারে শীতকালীন শাক-সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গত সপ্তাহের তুলনায় দাম কমেছে কিছুটা। প্রায় প্রতিটি শাক-সবজির কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত কমেছে। ৫ টাকা কমেছে ব্রয়লার মুরগির দামও।সরেজমিন বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি লাল শিম বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা, বড় সাইজের সবুজ শিম ৫০-৬০ টাকা, টমেটো ৭০-৮০ টাকা, বাঁধাকপি ২০-২৫ টাকা, নতুন ফুলকপি ৩৫-৪০ টাকা, মূলা ২০ টাকা, শালগম ৩০টাকা, প্রতি কেজি পেঁপে ২০ টাকা, চিচিঙা ৩৫ টাকা, ঢেঁড়স, বরবটি, ঝিঙা ৩৫ টাকা এবং জলপাই বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি ও কাঁচকলা প্রতি হালি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের প্রতিটি লাউ ৪০-৫০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া লালশাক, মুলাশাক, লাউ শাকের প্রতি আঁটি ৫ টাকা করে বিক্রি হচ্ছে।
এক সপ্তাহের ব্যবধানে নতুন আলুর দাম নেমেছে প্রায় অর্ধেকে। ৪০ টাকা কেজি নতুন আলু আর পুরনো আলু ২৫-২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে ৫ টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০টাকা দরে। এছাড়া প্রতি কেজি গরুর মাংস ৬৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর খাসির মাংসের কেজি ৭৫০টাকা। মদিনা মার্কেট এলাকায় বাজার করতে আসা আবিদ মিয়া বলেন, প্রতি সপ্তাহেই বিভিন্ন ধরণের নিত্যপণ্যের দাম বাড়ে। ৩৭০ টাকার গুড়ো দুধ বেড়ে ৪১০ টাকা হয়েছে। তবে আজ দেখছি তেমন কোনো পণ্যের দাম বাড়েনি। বাজারে এলেই আমাদের মতো সীমিত আয়ের লোকজনের এক ধরণের ভয় কাজ করে। দাম বাড়লে কাটছাঁট করে পরিমাণ কমাতে হয়।নাজির বাজারের সাঈদ হোসেন নামে এক চাকরিজীবি বলেন, গত কয়েক দিনের তুলনায় বাজারে শাকসবজির দাম কম আছে। আগে তো ১০০ টাকার নিচে টমেটো কেনাই যেত না। এখন এ টমেটো ৭০টাকা কেজিতে কিনলাম। ব্রয়লার মুরগি কিনেছি দাম আগের চাইতে কম রয়েছে।
নগরির রিকাবীবাজারের সবজি বিক্রেতা আব্দুল কুদ্দুস বলেন, শীতের সবজি বাজারে সরবরাহ থাকায় দাম কমেছে। তাই যে ক্রেতা আগে এক কেজি নিতেন তিনি এখন দু-তিন কেজি করে সবজি কিনছেন। লাভও হচ্ছে খারাপ না।দক্ষিণ সুরমার লালাবাজারের মৎস্য ব্যবসায়ী বেলাল মিয়া বলেন, আগে থেকে বাজারে প্রচুর মাছ আসছে। ক্রেতাদের হাতের নাগালের মধ্যে দাম রাখা হচ্ছে। চাষের মাছের পাশাপাশি খাল-বিলের মাছও আছে।

 

You might also like