সিলেট বেতার কেন্দ্রের উন্নয়ন কাজ পরিদর্শনে মহাপরিচালক

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র পরিদর্শন করেছেন মহাপরিচালক নাসরুল্লাহ মোঃ ইরফান। ১৮ ফেব্রুয়ারি শুক্রবার দু’দিনের সফরে সিলেট পৌছে সর্বপ্রথম তিনি বেতারের টিলাগড় প্রেরণ কেন্দ্র এবং মিরের ময়দানস্থ কেন্দ্রের উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। প্রকল্পের কাজের সঠিক সঠিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার উপর মহাপরিচালক গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে সন্ধ্যায় মিরের ময়দান বেতার ভবন মিলনায়তনে বেতারের সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক-এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস-এর সঞ্চালনায় স্থানীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।উপ-আঞ্চলিক পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রের সাবেক আঞ্চলিক পরিচালক ও বাংলাদেশ বেতার কৃষি সার্ভিস দপ্তরের পরিচালক মো: ফখরুল আলম, প্রকল্প পরিচালক জিল্লর রহমান, সিলেটের আঞ্চলিক প্রকৌশলী আবুল হাসান মোঃ ফয়সল, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক রূপা দেবনাথ।সভায় সর্বাধুনিক প্রযুক্তি এবং সময়ের সাথে তাল মিলিয়ে নিউ মিডিয়া ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠানকে আরো শ্রোতাবান্ধব করতে মহাপরিচালক অনুষ্ঠান ও বার্তা বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আব্দুল হক, পবিত্র কুমার দাস, উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, সহকারী পরিচালক মোঃ দেলওয়ার হোসেন, ইফতেকার আলম রাজন, সহকারী প্রকৌশলী মেসবাহ চৌধুরী প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

You might also like