সুনামগঞ্জ জেলায় ১০০ পরিবারকে ১ মাসের খাবার দিলো ব্রিটেনের ইষ্ট হ্যান্ডস

নিউজ ডেস্ক
সত্যবাণী

সুনামগঞ্জঃ সুনামগঞ্জ জেলায় ১০০ পরিবারের হাতে রমজান মাসের ফুড প্যাক তুলে দিলো ব্রিটেন ভিত্তিক দাতব্য সংস্থা ইষ্ট হ্যান্ডস।সুনামগঞ্জ সদর, দক্ষিন সুনামগঞ্জ,জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলায় ১০০ পরিবারকে রমজানের প্রথম সপ্তাহে এই ফুডপ্যাক তুলে দেয়া হয়।বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হওয়া ১০০ পরিবারের প্রায় ৭০০ জন মানুষ পুরো এক মাসের খাবার পেয়ে ইষ্ট হ্যান্ডসের ডোনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।ইষ্ট হ্যান্ডসের পক্ষ থেকে দক্ষিন সুনামগঞ্জ ও সুনামগঞ্জ সদরে এই ডোনেশন কার্যক্রম পরিচালনা করা আলহাজ্ব নেজামুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করেছি জন সমাগম না করে গরীব ও অসহায় মানুষদের বাড়ীতে ফুড প্যাক পৌছে দিতে।জামালগঞ্জে ইষ্ট হ্যান্ডসের ফুড প্যাক পৌছে দিতে কাজ করেছেন সমাজকর্মী শামসুল আলম।তিনি বলেন,বর্তমান লক ডাউন অবস্থায় জামালগঞ্জের প্রত্যন্ত এলাকায় এই ফুড প্যাক মানুষের বাড়ীতে পৌছে দেয়া চ্যালেন্জিং থাকলেও আমরা সেটা মোকাবিলা করেই মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছি।বিশ্বম্ভরপুর উপজেলার সালুকাবাদ ইউনিয়নের কাঁপান গ্রামে লন্ডন প্রবাসী মুহিব সাহেবের তত্বাবধানে দেয়া হয় অসহায় গরীব মানুষের জন্য এক মাসের খাবার।ইষ্ট হ্যান্ডস এর ট্রাষ্টি বাবলুল হক বলেন,বর্তমান পরিস্থিতিতে ডোনারদের দেয়া দান মানুষের হাতে পৌছে দিতে পেরে আমরা আনন্দিত।ইষ্ট হ্যান্ডস এর চেয়ারম্যান নবাব উদ্দিন সকল ডোনারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,প্রথম বছরে ছোট পরিসরে হলেও কিছু মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছি এটাই আমাদের সার্থকতা।

You might also like