সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জাতীয় দূযোর্গ কালীন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২ শতাধিক অসহায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।আজ রোববার বিকেল সাড়ে ৩টায় যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্ঠা মুজিবুর রহমান মুজিবের সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জ পৌর শহরের হাজীপাড়া ও কালীবাড়ির অসহায় কর্মহীন মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল হক, আবুল কালাম আজাদ, ফুল মিয়া,যুগ্ম সম্পাদক নূর হোসেন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন প্রমুখ।

You might also like