সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জাতীয় দূযোর্গ কালীন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২ শতাধিক অসহায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।আজ রোববার বিকেল সাড়ে ৩টায় যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্ঠা মুজিবুর রহমান মুজিবের সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জ পৌর শহরের হাজীপাড়া ও কালীবাড়ির অসহায় কর্মহীন মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল হক, আবুল কালাম আজাদ, ফুল মিয়া,যুগ্ম সম্পাদক নূর হোসেন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন প্রমুখ।