সুনামগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ডে ১০ টাকা কেজি ধরে তিনশতজন কার্ডধারীর মধ্যে ৪দিনব্যাপী ও এম এস এর চাল বিক্রি শুরু

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সামজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন মানুষদের মধ্যে ১০ টাকা কেজিতে ও এম এস এর চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে সুনামগঞ্জে।বুধবার সকাল ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘরস্থ পবণ কমিউনিটি সেন্টারের সামনে ১নং ওয়ার্ডের ডিলার মোঃ নজরুল ইসলামের মাধ্যমে ৪দিনব্যাপী ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন ৩০০ জন কার্ডধারীর মধ্যে ১০ টাকা কেজি ধরে প্রত্যেকে ২০ কেজি করে চাল বিক্রির এ কার্যক্রম শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,ট্যাগ অফিসার অসিত বরণ তালুকদার,ডিলারের সহযোগি অনন্ত দাস,মেহেদী আফসার,শাহাব উদ্দিন সিরাজ ও বাবুল প্রমুখ।

ডিলার মোঃ নজরুল ইসলাম বলেন,এই প্রাণঘাতী করোনা ভাইরাসে কর্মহীন অসহায় মানুষজনকে বাচিয়ে রাখতে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১০ টাকা কেজি ধরে অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কর্মহীন নারী পূরুষদের মধ্যে সঠিকভাবে চাল বিক্রি করা হচ্ছে। এই কার্যক্রম ৪দিনব্যাপী চলবে বলেও তিনি জানান।এ ব্যাপারে চ্যাগ অফিসার অসিত বরণ তালুকদার জানান,সরকারের আন্তরিকতায় কর্মহীন মানুষ যেন স্বল্পমূল্যে চাল কিনে জীবন ধারন করতে পারেন সেইজন্য জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ স্বচ্ছতার সাথে চাল বিক্রির উপর কঠোর নজরধারী রাখার নির্দেশনা দিয়েছেন বলে তিনি গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

You might also like