সুনামগঞ্জ ফারিয়া একাডেমীর অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান সেন্টু

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান ফারিয়া একাডেমীর অর্থায়নে শহরের কর্মহীন ৪ শতাধিক অসহায় নারী পূরুষের মাঝে চাল,ডাল,আলু,পেয়াজ,তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।রোববার সকাল সাড়ে ১১টায় শহরের নতুনপাড়াস্থ ফারিয়া একাডেমীর হলরুমে খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আসাদুজ্জামান সেন্টু, প্রতিষ্ঠানের পরিচালক তার সহধর্মিনী নাসরিক সুলতানা দিপা। এ সময় উপস্থিত ছিলেন,প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম,এডভোকেট বিমান কান্তি রায়,জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,সাধারন সম্পাদক এমরানুল হক চৌধুরী,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সল আহমদ প্রমুখ।

ফারিয়া একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আসাদুজ্জামান সেন্টু বলেছেন এই করোনা ভাইরাসের প্রার্দূভাব দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ার সাথে সাথে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেমন দেশের প্রতিটি কর্মহীন মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা ও তারআদর্শের কর্মী হিসেবে সুনামগঞ্জের অসহায় মানুষজনের পাশে থাকার ঘোষনা দেন। তিনি বলেন এই করোনা মহামারী যতদিন থাকবে সুনামগঞ্জের মানুষকে তার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি ও তার সহধর্মিনী উপস্থিত সকলের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

You might also like