হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কার কাজ পরিদর্শনে এমপি মজিদ খান

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান।১৯ আগস্ট শনিবার তিনি সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেন।সড়ক পরিদর্শনকালে এমপি মজিদ খান কাজের গুণগত মান ও শিডিউল অনুযায়ী ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ সম্পাদনের তাগিদ দেন। এছাড়া ১৮ কিঃ মিঃ সড়কের মধ্যে ৩ কিঃ মিঃ পাকা গার্ডওয়াল নির্মাণ ও সম্পূর্ণ সংস্কার, যথাযথভাবে বিটুমিনসহ দেড় ইঞ্চি কার্পেটিং করা হবে। কাজের ব্যয় হবে ২২ কোটি ৬৭ লাখ ৪২ হাজার টাকা।পরিদর্শন শেষে ইউএনও কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএনও পদ্মাসন সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, মুরাদপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সাধারণ সম্পাদক আব্দাল মিয়া ও উপ-সহকারী প্রকৌশলী দুলাল মিয়া প্রমুখ।উল্লেখ্য, বানিয়াচং থেকে হবিগঞ্জের সড়কটি আগামী ৪ বছরের মধ্যে ৩৪ ফুট প্রশস্থ হয়ে মহাসড়কে পরিণত হবে। বিধায় সড়কের পাশে থাকা মালিকানা ভূমিতে বাসা বা বাড়িঘর তৈরি করতে সতর্কতা অবলম্বন করার আহবান জানান এমপি আব্দুল মজিদ খান।

You might also like