হাত–পায়ের রগ কাটা, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার
নিউজ ডেস্ক
সত্যবাণী
চট্টগ্রামঃ চট্টগ্রামের বন্দর থানার আনন্দবাজার এলাকায় সাগরের পাড়ের কাশবন থেকে শামীম মকসুদ খান জয় (২৬) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৯ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত জয় চট্টগ্রামের বন্দর আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাড়ি বরিশাল জেলায়।তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, জয়ের মৃত্যু রহস্যঘেরা।তিনি বলেন, “নিহতের দুই হাত ও দুই পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি।
পুলিশের তথ্য অনুযায়ী,রবিবার দুপুরে জয়ের মোবাইল ফোনে একটি কল আসে।এরপর তিনি পরিবারের সদস্যদের জানান যে, চাকরির সাক্ষাৎকার দিতে যাচ্ছেন। তবে তিনি নিজের মোবাইল ফোনটি বাসায় রেখে বের হন, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।বন্দর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, “রাতের দিকে স্থানীয়রা কাশবনের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে টহল পুলিশ গিয়ে জয়কে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, নিহতের পরিবার রাতেই মরদেহ শনাক্ত করে। সোমবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।