৭ জুলাই স্রেবেনিকা গণহত্যার স্মরণ সভায় যোগ দিন

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ বসনিয়া ও হার্জিগোভিনার পূর্বাঞ্চলীয় ছোট শহর স্রেবেনিকায় ১৯৯৫ সালের জুলাই মাসে চালানো গণহত্যার ৩০ বছর পূর্ণ হয়েছে।এ উপলক্ষে আগামী ৭ জুলাই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।এতে অংশ নিয়ে স্রেবেনিকা গণহত্যা সম্পর্কে জানার এবং গণহত্যার শিকারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিচারণের সুযোগ নিন।অনুষ্ঠানে কফি পানের সাথে সাথে গুরুত্বপূর্ণ ও অর্থবহ আলোচনার মাধ্যমে আমাদের কমিউনিটির বন্ধনকে আরো শক্তিশালি করুন।অনুষ্ঠানে অংশ নিতে হলে নিচের ইভেন্টট্রাইবের ওয়েবসাইটে গিয়ে এখনই বুকিং দিন।

You might also like