অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে সেলিব্রেটিং দ্য সোল অফ মিউজিক, ‘বেঙ্গলি অ্যান্ড ইউরোপিয়ান ফোক ইন ফিউশন’ উৎসব
সৈয়দ হিলাল সাইফ
সত্যবাণী
লন্ডন: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন এবং রাণীর প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে একটি অনন্য ব্রিটিশ-বাংলাদেশি সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে ব্রিটেনে।
৩১ মার্চ, লন্ডন বাংলা প্রেসক্লাব অফিসে সাংবাদিক সম্মেলন করে সেলিব্রেশন অব ব্রিটিশ বাংলাদেশি কালচার (সিওবিবিসি) এবং অক্সফোর্ড ট্রোবাডরস এর পক্ষে এই অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন বাংলাদেশে ব্রিটেনের সাবেক হাইকমিশনার আনোয়ার চৌধুরী।
৫ জুন’২০২২, রবিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইকনিক শেলডোনিয়ান থিয়েটারে অনুষ্ঠিত হবে ‘সেলিব্রেটিং দ্য সোল অফ মিউজিক, বেঙ্গলি অ্যান্ড ইউরোপিয়ান ফোক ইন ফিউশন’ শীর্ষক এই উৎসব।
সেলিব্রেশন অব ব্রিটিশ বাংলাদেশি কালচার (সিওবিবিসি) এর আয়োজনে এবারই প্রথম উদযাপিত হচ্ছে ব্রিটিশ লোকসঙ্গীতের সাথে বাংলা লোকসঙ্গীত এভাবে এবং এই স্তরে।
বিশ্বখ্যাত অক্সফোর্ড প্রফেসর ডেনিস নোবেল এবং অক্সফোর্ড ট্রোবাডরসের নেতৃত্বে এবং যুক্তরাজ্যের শীর্ষ বাঙালি শিল্পীদের উপস্থাপনায় উৎসবে শাহ আবদুল করিমের লেখা বাউল গানের একটি কনসার্ট পরিবেশিত হবে ইউরোপীয় লোক গানের সাথে।
অনুষ্ঠান শুরুর আগে বিকেলে প্রফেসর নোবেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে ইচ্ছুক ছেলেমেয়েদের সামনে বক্তৃতা করবেন ও ইউনিভার্সিটি অঙ্গন তাদের ঘুরে দেখাবেন। ইস্ট লন্ডনের মালবেরি স্কুল গ্রুপের ৬০ জন শিক্ষার্থী এই ইভেন্টে যোগ দেবেন।
অনুষ্ঠানটি বাংলাদেশে এবং যুক্তরাজ্যের টিভি চ্যানেলে সম্প্রচারের জন্য রেকর্ড করা হবে।
ইভেন্টের টিকিট http://www.ticketsoxford.Com এবং সিওবিবিসি টিমের কাছ থেকে সংগ্রহ করা যাবে।