পূর্ব লন্ডন আর্ট প্রাইজ’ ২০২৫ পেলেন লাইসুল হক

নিউজ ডেস্ক
সত‍্যবাণী

লন্ডন: ২০২৫ সালের পূর্ব লন্ডন আর্ট প্রাইজ পেলেন লাইসুল হক। ‘অ্যান ওড টু অল দ্য ফ্লেভারস’ শিরোনামের তাঁর অনবদ্য উপস্থাপনার জন‍্য তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার পান।

এই কাজটি বাবার সাথে লাইসুলের নিজের লালিত শৈশবের স্মৃতির অনুপ্রেরণা নিয়ে তৈরি, যা তার অতীতের সাথে বর্তমানের একটি মর্মস্পর্শী সংযোগ তৈরি করেছে।

আর্ট প্রাইজ বিজয়ী শিল্পী হিসেবে লাইসুলকে প্রদান করা হয়েছে ১৫ হাজার পাউন্ড। সেই সঙ্গে তিনি পাচ্ছেন ২০২৬ সালে ‘বো-র নানারি গ্যালারি’তে একটি একক প্রদর্শনীর সুযোগ। লাইসুল হকের ছবিটির শিরোনাম ‘অ্যান অড টু অল দ্য ফ্লেভারস (২০২৪)। ছবিটি একটি ইন্টার অ্যাকটিভ ইনস্টলেশন, যার অনুপ্রেরণা শিল্পীর শৈশবের এক ব্যক্তিগত সুন্দর মুহূর্ত।

লাইসুলের এই কাজের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘বুন্দিয়া’ যা ‘ঐতিহ্য কিচেন’  দ্বারা তৈরি একটি ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার।

‘অ্যান ওড টু অল দ্য ফ্লেভারস’-শিল্পীর শৈশবে তার বাবার সাথে কেনাকাটা ও বুন্দিয়া দিয়ে করা নাস্তার স্মৃতিময় অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরী-যা, আতিথেয়তা শিল্পে ব্রিটিশ বাংলাদেশী নারীদের নান্দনিকতার উদাহরণ।

লাইসুল হকের কাজটি ১৪ এপ্রিল, ২০২৫ পর্যন্ত নানেরি গ্যালারিতে প্রদর্শিত হবে। ২৬ ফেব্রুয়ারী’২৫ এবিষয়ে আয়োজন করা হয়েছে একটি আলোচনা অনুষ্ঠান, যা দর্শক স্রোতাদের  লাইসুলের  কাজ  সম্পর্কে আরও জানার সুযোগ করে দেবে।

You might also like